ভারতবর্ষ বিভক্ত হওয়া বিংশ শতাব্দীর বৈশ্বিক রাজনীতির একটি গুরুত্বপূর্ন অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে পাক-ভারত উপমহাদেশের বিভক্তি দক্ষিন এশিয়ার রাজনীতিতেও গুরুত্বপূর্ন স্থান দখল করেছে।
বৃটিশ শাষনামলে ঘটে যাওয়া ‘ভারত ছাড়’ আন্দোলন, ‘বঙ্গভঙ্গ’ও ‘বঙ্গভঙ্গ রদ’ ইত্যাদির পরিপ্রেক্ষিতে একসময় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভেঙ্গে দুটি ধর্মভিত্তিক রাষ্ট্রের উদ্ভব হয় পাকিস্তান ও ভারত। দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে এই দেশবিভাগ কতটা যৌক্তিক বা অযৌক্তিক, এটি আসলেই অনিবার্য ছিল কিনা, এই দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্র ব্যবস্থা কতটা সফল হয়েছে এসব আলোচিত হয়েছে এই বইটিতে।
দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে গড়ে ওঠা পাকিস্তানে দ্রুতই আঞ্চলিক, ভাষাগত, সামাজিক পার্থক্য এবং দুই অংশের মধ্যে সুবিশাল ব্যবধান দ্বি-জাতি তত্ত্বের ত্রুটিকে মেলে ধরে। এর সুদুরপ্রসারী ফলাফল হিসাবে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে দেশবিভাগের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
দেশবিভাগ-ফিরে দেখা
আহমদ রফিক
অনিন্দ্য প্রকাশ
২০১৫
Book Source:
https://doc.liberationwarbangladesh.net/books/hnye/#p=1