হঠাৎই দেশ জুড়িয়া বাঙালি-বিদ্বেষের চোরা স্রোত বহিতেছে। কখনও ইন্টারনেটে বাঙালি মহিলাদের ডাইনি সাব্যস্ত করিবার হিড়িক পড়িতেছে, কখনও কোনও বিশিষ্ট জন টুইট করিয়া বক্রোক্তি করিতেছেন। আবার কখনও উত্তরপ্রদেশে দুর্গাপূজা নিষিদ্ধ করিবার চেষ্টা হইতেছে। ঘটনাগুলি বিচ্ছিন্ন হইতেই পারে। কিন্তু, অভিজ্ঞতা বলিতেছে, ইহা একটি সংগঠিত উদ্যোগ, এমন সংশয়ের কারণ আছে। সেই সংশয়ের প্রধানতম কারণ, বাঙালিত্বের ধারণাটি মৌলিক ভাবে উগ্র হিন্দুত্ববাদের পরিপন্থী। পশ্চিমবঙ্গে গৈরিক প্রভাব বাড়িয়াছে, এই বাস্তবটি অনস্বীকার্য— কিন্তু, ‘বাঙালি’ বলিতে যে চিত্রকল্পটি এখনও সর্বভারতীয় মানসপটে ফুটিয়া উঠে, তাহা এই হনুমানভক্ত বঙ্গবাসীর নহে। তাহা একটি সত্তা, যাহার শিকড় প্রোথিত নবজাগরণের আলোকে। এই বাঙালি শিক্ষিত, এবং শিক্ষার গুরুত্ব সম্বন্ধে সম্যক সচেতন। বাঙালি প্রশ্ন করিতে জানে— বিনা প্রশ্নে মানিয়া লওয়া, এবং বিনা প্রতিবাদে সহিয়া যাওয়া বাঙালির চরিত্রবিরুদ্ধ। এই বাঙালি জানে, মহামানবের সাগরতীরে বহু পরিচিতির মিলনেই ভারতীয় সত্তাটি নির্মিত হইয়াছে— তাহার কোনও একশৈলিক রূপ থাকিতে পারে না। ফলে, বিবিধতাকে স্বীকার করিয়া লইতে বাঙালির সমস্যা হয় না। আন্তর্জাতিকতার বোধ, প্রগতিশীলতা এবং অতি অবশ্যই সহিষ্ণুতা বাঙালির পরিচিতি নির্মাণ করিয়াছে। আরও এক বার উল্লেখ করা প্রয়োজন, ইহা কোনও এক জন বাঙালির পরিচয় নহে— ব্যক্তি বাঙালি ক্ষুদ্র, অসহিষ্ণু, শিক্ষার প্রতি উদাসীন বা ধর্মীয় মৌলবাদী হইতেই পারে, হয়ও। কিন্তু, জাতিসত্তা হিসাবে বাঙালির এই পরিচিতিটি গত দেড় দশকে অপরিবর্তিত থাকিয়াছে।
Date Published: ৭ অক্টোবর ২০২০ ০০:৫৫
Last modified: ৭ অক্টোবর ২০২০ ০০:৫৫
Author: সম্পাদকের পাতা
Entry Type: Opinion piece
Source: https://www.anandabazar.com/editorial/discrimination-towards-bengalis-is-an-organised-initiative-1.1212023?fbclid=IwAR0unQhXkRzURVsq9WLge48HLZLlAXgyLVxSo6-JIr4qiZQ9p8P48UTIXoY#.X37ApjpqhY8.facebook
Author: সম্পাদকের পাতা
Entry Type: Opinion piece
Source: https://www.anandabazar.com/editorial/discrimination-towards-bengalis-is-an-organised-initiative-1.1212023?fbclid=IwAR0unQhXkRzURVsq9WLge48HLZLlAXgyLVxSo6-JIr4qiZQ9p8P48UTIXoY#.X37ApjpqhY8.facebook