১। গত শতকে সত্তর ও আশীর দশকে একটি প্রশ্ন অত্যন্ত প্রবলভাবে আমাদের সমাজ-জীবনকে নাড়া দিয়েছিলো, তা হলো ‘আমরা বাঙালী না মুসলমান?’ প্রশ্নটি উত্থিত হয়েছিলো এমনি একটি জটিল, সংক্ষুব্ধ ও উল্ল্যেখযোগ্য সময়ে যে, তা আমাদের ইতিহাসকে একটি আলাদা পথে পরিচালিত করেছে। বাংলাদেশের ইতিহাসের একটি ক্রান্তিলগ্ন ছাড়াও বাঙালী মুসলমানের জন্যে তা ছিলো আত্মানুসন্ধান ও নব-জাগরণের কাল। বাঙালী মুসলমানরা তাঁদের বিগত ইতিহাসের প্রত্যন্ত প্রদেশে প্রবিষ্ট হয়ে একটি আত্মপরিচয় নির্মানের জন্যেই এই জটিল প্রশ্নের সম্মুখীন হতে বাধ্য হয়েছিলেন। স্বধর্মচেতনা থেকে এই প্রশ্নের উদ্ভব হলেও প্রকৃতপক্ষে একটি অন্ধকারাচ্ছন্ন ও পশ্চাদমুখী জনগোষ্ঠীর অস্তিত্বের সংকট এতো সুতীব্র হয়ে উঠেছিলো যে ঐ প্রশ্নের সম্মুখীন হওয়া ছাড়া তার আর গত্যন্তর ছিলো না। স্বেচ্ছায় বা পরিবেশের প্রভাবে প্রতিটি জাতিকেই জাতী জাগরণের কোনো না কোনো পর্যায়ে, ঐতিহাসিক ধারার কোনো কোনো স্তরে আত্মপরিচয়ের এই মৌলিক প্রশ্নের মুখোমুখি হতে হয়। জাতীয় জাগরণের প্রভূত প্রয়োজনের মুখে বাঙালী মুসলমানরাও সেই অবস্থাটিই প্রত্যক্ষ করেছেন গত শতকের সত্তর ও আশীর দশকে। বাঙালী মুসলমানদের ইতিহাস ও ন...
B R I
... what Bengal thinks today...